সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / এবার প্রিয়াংকার বিরুদ্ধে মামলা

এবার প্রিয়াংকার বিরুদ্ধে মামলা

শেরপুর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত টুইটকে ঘিরে এবার ভারতীয় জাতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে টুইট করেন এই নেত্রী। খবর এবিপির।

জ্ঞানেন্দ্র আবেস্তি নামের এক ব্যক্তির লেখা একটি চিঠিতে দাবি করা হয়, মধ্যপ্রদেশে যে কোনো সরকারি কাজ করতে হলে ঠিকাদারদের ৫০ শতাংশ কমিশন দিতে হয়। সেই চিঠিটির ছবিই টুইট করেন প্রিয়াংকা। আর এতেই বাধে বিপত্তি।

বিজেপির দাবি, টুইট করা চিঠিটি ভুয়া ও বানোয়াট। এ অভিযোগের সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনার পর রাতেই মধ্যপ্রদেশের ইন্দোরে প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারা (প্রতারণা) ও ৪৬৯ (সম্মানহানির উদ্দেশ্যে জালিয়াতি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Check Also

প্রথম নির্বাচনে বড় জয় প্রিয়াঙ্কা গান্ধীর

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Contact Us