শেরপুর নিউজ ডেস্ক: শিশুদের আদর্শ পুষ্টিকর খাবার দুধ খাওয়ানোর নিয়মিত অভ্যাস গড়ে তোলার পাশাপাশি,স্কুলের বাচ্চাদের ঝড়ে পড়া রোধ করা এবং প্রাণিসম্পদ এর গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান দুধের ব্যবহারের মাধ্যমে দেশের দুগ্ধ শিল্পের উন্নয়ন এই শ্লোগান নিয়ে ভবিষ্যৎ স্মার্ট প্রজন্ম তৈরিতে আদর্শ খাবার দুধ খাওয়ানোর জন্য স্কুল মিল্ক প্রোগ্রাম চালু করলো প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর বগুড়া।
সোমবার (১৪ আগষ্ট) মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর এর প্রকল্প এলডিপির সহযোগিতায় বগুড়ার শেরপুর উপজেলার প্রত্যন্ত স্কুল কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুইশত পচিশজন ছাত্রছাত্রীকে ১৬০ দিনব্যাপি বিনামুল্যে দৈনিক ২২০ মিলি দুধ সরবরাহ কর্মসূচি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
অনুষ্ঠানে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান পিএএ’র সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, থানার অফিসার্স ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো: কামরুল হাসান, ভেটেরিনারি সার্জন ডা.মোছা: রেহেনা খাতুন, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী প্রমুখ।