সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / সাইবার হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

সাইবার হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: দেশে সাইবার হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ১১ দফা নির্দেশনা জারির পর সব বাণিজ্যিক ব্যাংক উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

১৫ আগস্ট দেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের দল ‘হ্যাকটিভিস্ট’। গত ৪ আগস্ট সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাসহ সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে বিজিডি ই-গভ সার্ট।
জানতে চাইলে বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘শুধু ১৫ আগস্টের হুমকি নিয়ে নয়, পরবর্তী তারিখগুলোর জন্যও আমরা সতর্ক আছি। আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে।’

মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে সাইবার হামলা মোকাবেলায় সমন্বয়সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে ডিভাইস ও সরঞ্জাম কিনতে চিঠি দিয়েছি।’ তিনি বলেন, ১৫ আগস্ট সরকারি ছুটি হলেও সার্ট কার্যালয় খোলা থাকবে।

Check Also

সিরাজগঞ্জে দুই কৃষক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =

Contact Us