শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এটি ছিল বাংলাদেশের জনগণের জন্য একটি বেদনাবহুল দিন। বঙ্গবন্ধুর মৃত্যুতে বাংলাদেশের জনগণ শোকেস্তব্ধ ও বেদনায় কাতর হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে সেনা সমর্থিত সামরিক সরকার হত্যাকাণ্ডের বিচারের পথ স্থায়ীভাবে বন্ধ করে রেখেছিল। দীর্ঘ একুশ বছর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শুরু করে।খুনিরা হয়তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই কিন্তু বাংলার জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বাংলাদেশের জনগণ তার আদর্শকে লালন করে চলেছে। বঙ্গবন্ধু নেই, কিন্তু তার অপরাজেয় আদর্শ টিকে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হলো গণতন্ত্র, মুক্তি, সমৃদ্ধি এবং অসাম্প্রদায়িকতা। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক দেশ হোক। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
মঙ্গলবার বিকালে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে মুজিব মঞ্চে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, আমেরিকা সবসময় বাংলাদেশের সাথে বৈষম্য মূলক আচরণ করে। মুক্তিযুদ্ধের সময়ও আমেরিকা এই স্বাধীনতা বিরোধী করেছে। আমেরিকা সবসময় বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান সহ আন্তর্জাতিক চক্র জড়িত। এদেরেও বিচার এই বাংলার মাটিতে না হলে বাঙ্গালী জাতি পাপ মোচন হবে না। দেশের উন্নয়ন ব্যহত হবে এবং গণতন্ত্র বাধাগ্রস্থ হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী নেতা ডা: মকবুল হোসেন,টি জামান নিকেতা, আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল,অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, মিজানুর রহমান রতন, আসাদুর রহমান দুলু,শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু,অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, আবদুল খালেক বাবলু,আব্দুল্লাহ আল রাজী জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস,নাসরীন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু,আনোয়ার পারভেজ রুবন,রুহুল মোমিন তারিক, জহুরুল ইসলাম বুলবুল, এস এম শাহজাহান,খালেকুজ্জামান রাজা, মাহফুজুল ইসলাম রুমেল, অ্যাডভোকেট নরেশ মুখার্জি, আবু সুফিয়ান শফিক, ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু,রাহুল গাজি,আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জল, হেফাজত আরা মিরা, আবদুস সালাম, আলমগীর বাদশা, কামরুল মোশেদ আপেল, শুভাশিষ পোদ্দার লিটন,আমিনুল ইসলাম ডাবলু,অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, রাশেদুজ্জামান রাজন, সজিব সাহা, আল মাহিদুল ইসলাম জয়।
প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহন করেন।
এছাড়াও সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবঙন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দুপুরে শিশু পরিবার ও অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।