শেরপুর নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেনে, স্বাধীনতাযুদ্ধে তাঁর নেতৃত্বকে মেনে সব দলের রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, একাত্তর, বঙ্গবন্ধু ও সংবিধান মেনে রাজনীতি করলে পরস্পরের মধ্যে দূরত্ব কমে আসবে। গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভা ছাড়াও দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সুপ্রিম কোর্ট। আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি আবু আহমেদ জমাদার, বিচারপতি মো. বশির উল্লাহ বক্তব্য দেন। বক্তব্যে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের উদ্যোগ নিতে প্রধান বিচারপতির প্রতি দাবি জানিয়েছেন হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।