সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ‘শেখ হাসিনার নেতৃত্বে সেরা ২০ দেশের একটি হবে বাংলাদেশ’

‘শেখ হাসিনার নেতৃত্বে সেরা ২০ দেশের একটি হবে বাংলাদেশ’

শেরপুর নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের ২০টি সেরা দেশের একটি হবে বাংলাদেশ। সেজন্যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অর্থনীতির হিসাবে বিশ্বে বাংলাদেশ ৬০তম ছিল, এখন ৩৫তম। ২০৪১ সালে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম, জসিম উদ্দিন, গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক পার্থ সারথি দত্ত, এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার প্রমুখ।

অর্থমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছর ধরে সরকার ব্যাপক উন্নয়ন করছে। বিদেশি আয় গত বছর ছিল ২১ বিলিয়ন ডলারের বেশি, জনপ্রতি মাথাপিছু আমাদের আয় ২ হাজার ৭৯৩ ডলার।

মন্ত্রী বলেন, আজকের এদিনে বাংলাদেশ হারিয়েছে জাতির পিতাকে, বিশ্ব হারিয়েছে বিশ্ব নেতাকে। বঙ্গবন্ধু একটি নাম নয়, তিনি জাগ্রত ইতিহাস। যতদিন এ দেশ থাকবে বাঙালির মাঝে তিনি কর্ম গুণে বেঁচে থাকবেন।

Check Also

বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 14 =

Contact Us