শেরপুর নিউজ ডেস্ক: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ আগষ্ট) জেলা পুলিশ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে বেলা ১১টায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে প্রতিযোগিতায় ৭টি বিষয়ে ২৪টি উপবিভাগে বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
শিক্ষার্থীদের হাতে পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথি সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকে মানবিক গুণ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি শীতে একজন মানুষকে কাঁপতে দেখে নিজের গায়ের চাদর দান করে বাড়ি ফিরে ছিলেন। তার কাছে হিন্দু বা মুসলমান বলে কিছু ছিল না, সবাইকে তিনি মানুষ হিসেবে দেখতেন। যখন ব্রিটিসরা ভারত ভাগ করে দিল। তখন এই ব্রিটিস হিন্দু মুসলমানের মাঝে হিংসা বিদ্বেষের বীজ বপন করেছিল। স্কুলে পড়ার সময় গোপাল নামে এক হিন্দু ছেলে ভাল বাঁশি বাজাতো। সে ক্লাসের এককোনায় মন খারাপ করে বসেছিল। তখন বঙ্গবন্ধু তার কাছে খাবার না থাকার কথা শুনে তাকে নিয়ে বাড়ি গিয়ে খেতে বসে। পরে জানতে পারে তার বাসায় কোন খাবার নেই শুনে বঙ্গবন্ধু মায়ের কাছে থেকে চাল ডাল দিয়ে গোপালকে তার বাড়ি পাঠিয়ে ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এত ভাল লিখতেন যে, তার লেখা অসমাপ্ত আত্মজীবনীতে দুর্ভিক্ষের চিত্র ফুটিয়ে ছিলেন। তিনি লিখেছেন অবিভক্ত বাংলার মুর্শিদাবাদের একজন সম্পদশালী মানুষ ছিলেন, যিনি লন্ডনকে কিনে নেয়ার ক্ষমতা রাখতেন। অথচ সেই দেশে ইংরেজরা দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থাকাকালে একবার রাস্তার পাশে তার পরিচিত শিক্ষক নুরুল ইসলামকে দেখে প্রটোকল ভেঙে বাসায় নিয়ে গেছেন, বাসায় সকলকে বলেছেন ইনি আমার শিক্ষক তোমরা তার পা ছুয়ে ছালাম করো। তিনি মানুষকে, শিক্ষককে ভালবাসতেন। তিনি কখনও কোথাও নতজানু হননি ও আপোষ করেননি। তিনি ভাল ফুটবল, হাডুডু খেলতেন। একবার তিনি মিথ্যা বললে জিততে পারতেন কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি কখনও মিথ্যার আশ্রয়, কৌশল আশ্রয় নেননি। বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই একটু একটু করে বড় হয়েছেন। বঙ্গবন্ধুকে ফজরের আযানের ধ্বনির সাথে পাকিস্তানী দোসররার গুলি করে হত্যা করেছে। নিজের জীবন দিয়ে এ জাতিকে রক্ষা করে গেছেন। আজ স্বাধীন বাংলাদেশে আমরা বুক ভরে শ্বাস নিয়ে জীবন বাঁচায় যার একমাত্র অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাওছার সিকদার, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, শিক্ষাবিদ শোয়েব শাহরিয়ার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
জেলা পুলিশ আয়োজিত জাতীয় শোক দিবসের উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ৭টি বিষয়ে ২৪টি উপবিভাগে জেলার ১২ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে ১২৬ জন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট, বই ও একটি করে মিয়াজাকি আমগাছের চারা প্রদান করা হয়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, রচনা, চিত্রাংকন, গ্রন্থপাঠ, কুইজ, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করেন শিক্ষার্থী মুন্না মিয়া, রচনা প্রতিযোগিতার সুবহা তাসনিম সিথি, গ্রন্থপাঠে শিক্ষার্থী তাহিয়া ইসলাম, কবিতা আবৃত্তিতে মিফতাহুল জান্নাত স্নেহা, উপস্থিত বক্তৃতায় লাবিবা মাশরুফ। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষথেকে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র ও ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেয়া হয়।