শেরপুর নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। বুধবার (১৬ আগস্ট) জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ খ্রিস্টাব্দের ৪র্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৯ জুলাই শেষ হয়। এক অধিবেশন শেষ হবার ৬০ কার্যবদবসের মধ্যে পরবর্তি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এ সংসদ অধিবেশনেও সকলকে কোভিট টেস্ট করে অধিবেশন/ সংসদে প্রবেশ করতে হবে। যদিও সংসদের ২৪ তম অধিবেশন মাত্র ৫-৭ দিনের অধিবেশন হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।