শেরপুর নিউজ: ২০০৫ সালে ১৭ আগষ্টে সংঘঠিত সিরিজ বোমা হামলা দিবস” উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল সিরাজীর সভাপতিত্বে এবং শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেনের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য দেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, স,ম হাফিজুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন,দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খালেদ মোশাররফ,পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক,সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম কামাল, শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক, শেরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, শেরপুর উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মেজবাউর রহমান নয়ন প্রমুখ।