মো.আশরাফ আলী,রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে
এসে মিলিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ইমরুল হোসেন তালুকদার (ইমন),রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।