শেরপুর নিউজ: র্যাব-১২বগুড়া সিপিসি-৩ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে পরিবহন করা ৩৬.৫৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওঁগা সড়কের গোদারপাড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী জেলা সদরের কাউরিয়াপাড়ার মৃত কবির মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৪৩) ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে কামাল উদ্দিন (৫১)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ৩৬.৫৪ কেজি গাঁজা, একটি পিকআপ, দুটি বড় ড্রাম,৩টি মোবাইল নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে।