শেরপুর নিউজ ডেস্ক: দেশের নাগরিকদের পেনশনব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার।
সরকারি চাকরিজীবীদের বাইরে সবার জন্য বহুল আলোচিত এ পেনশন কার্যক্রম উদ্বোধনের দিন বৃহস্পতিবারই এতে নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।
চালুর দিনই এক হাজার ৭০০ জন চাঁদা দিয়ে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। এছাড়া নিবন্ধন করেছেন আরো অনেকে।
এই প্রসঙ্গে সর্বজনীন পেনশন স্কিমের বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, পেনশন স্কিম নিয়ে দেশের নাগরিকরা যে আশাবাদী তা প্রথম দিনের সাড়া দেখেই বোঝা যাচ্ছে।
দ্বিতীয় দিনের হিসাব বের করা হয়নি। তবে প্রথম দিন ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ চাঁদা জমা দিয়ে নিবন্ধন করেছেন।
এর চেয়ে আরো অনেক বেশি মানুষ নিবন্ধনের জন্য ফরম পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন, কিন্তু টাকা জমা দেয়ার আগে কাউন্ট করা হচ্ছে না। প্রথম দিনে চাঁদা বাবদ মোট ৮৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দিন-রাত ২৪ ঘণ্টাই ওয়েবসাইটের মাধ্যমে এ কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। সর্বজনীন পেনশনের আওতায় আপাতত চার ধরনের স্কিম চালু করা হয়েছে। এরমধ্যে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম আর নিম্নআয়ের মানুষের জন্য থাকছে সমতা স্কিম।
এসব কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে জারি করা হয়েছে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা। গঠন করা হয়েছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। পাশাপাশি ‘ইউপেনশন’ (www.upension.gov.bd) নামক ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। পেনশন স্কিমগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য সেখানে দেয়া আছে। অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করলে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি নম্বর দেয়া হবে।