শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হলো পদ্মা সেতু। পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ পাড়ি দিয়ে পরীক্ষামূলক রেলট্র্যাক কার মুন্সীগঞ্জের মাওয়ায় পৌঁছায়। পরে ট্র্যাক কারটি সেখান থেকে সেতু পাড়ি দিয়ে পদ্মার ওপারে ফরিদপুরের ভাঙ্গায় যায়।
প্রথমবারের মতো শনিবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের প্রথমাংশ গেণ্ডারিয়া রেল স্টেশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত লাইনে প্রথমবারের মত রেল ট্রাককার দিয়ে হয়ে গেলো ট্রায়াল।
রেলসূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টা থেকে এ ৪৮ কিলোমিটার রুটে ট্রাককার দিয়ে ট্রায়াল হচ্ছে। এখনো রেল লাইন পরীক্ষা চলমান। লাইন কতটা রেল চলাচলের উপযোগী তা পরীক্ষা করতে প্রথমবারের মত ট্রায়াল হলো আজ শনিবার। এসময় রেলের ডিজির নেতৃত্বে প্রকল্প পরিচালক, প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট সেনা বাহিনীর সদস্য এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটির উদ্বোধন করবেন।
এর আগে গত জুন মাসে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চালিয়ে লাইন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে রেলওয়ে। আগামী অক্টোবর মাসে প্রথম পর্যায়ে ঢাকা থেকে গেণ্থেডারিয়া হয়ে কে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পথের দুরত্ব ৮২ কিলো মিটার।