শেরপুর নিউজ ডেস্ক: গত ১৮ ও ১৯ আগস্ট বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৯ম জাতীয় সম্মেলন ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা হলরুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সেলিম আল দীন পদক প্রদান, বিভিন্ন অঞ্চল থেকে আসা গ্রাম থিয়েটারের সংগ্রহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকপালা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন শনিবার মুক্ত আলোচনা, গঠনতন্ত্র সংশোধন, অঞ্চল বৃদ্ধি, ভারতীয় অতিথিদের আলোচনা ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদ, বিভাগীয় সমন্বয়কারী ও আঞ্চলিক সমন্বয়কারীদের নাম ঘোষণা করেন শিল্পপিতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ঘোষিত কমিটিতে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে সভাপতি ও তৌফিক হাসান ময়নাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পর্ষদ ঘোষণা করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের যারা অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সভাপতি মন্ডলীর সদস্য হুমায়ুন কবির হিমু, ড, লুৎফর রহমান, আমিরুল ইসলাম, আসাদুল্লাহ ফারাজী, অধ্যপক হারুন রশীদ, কামাল বায়োজিদ, শুভঙ্কর চক্রবর্তী, যুগ্ন সম্পাদক প্রদীপ আগরওয়াল, সাংগঠনিক সম্পাদক সাইদ রিংকু, সহসাংগঠনিক সম্পাদক শরিফ হাসান চৌধুরী সৌদ, প্রশিক্ষণ সম্পাদক আনন জামান, সহপ্রশিক্ষণ সম্পাদক খন্দকার রাকিবুল হক, অর্থ সম্পাদক ওয়াসিম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অতনু কারঞ্জাই, দপ্তর সম্পাদক জোবায়ের শিবলী, সহদপ্তর সম্পাদক মোতাহার হোসেন রাজু, গবেষণা ও প্রকাশণা সম্পাদক রুবাইয়াৎ আহমেদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার চঞ্চল, সহ গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহাজাদা সম্রাট, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, সহ-প্রচার সম্পাদক ওয়াহিদ আনছার হিল্লোল।
নির্বাহী সদস্য শিমুল ইউসুফ, রতন দাস, সুখময় রায় বিপলু, আবুল কাশেম, আসলাম আলী, হাবিবুর রহমান হাবিব, ফারুক হোসাইন, আব্দুল সালাম, আল কবনুল নাহার কসমিক, গাজিবর রহমান, মোস্তফা রতন, ইউসুফ খসরু, মশগুল হোসেন ইতি।
বিভাগীয় সমন্বয়কারী যারা হলেন ঢাকা বিভাগ সালাম সাকলায়েন, রাজশাহী বিভাগী নিতাই কুমার সরকার, রংপুর বিভাগ মমতা চাকী, বরিশাল বিভাগ মোঃ মনিরুজ্জামান, খুলনা বিভাগ একরামুল হক লিকু, সিলেট বিভাগ রজত কান্তি গুপ্ত, ময়মনসিংহ বিভাগ রেজাউল করিম লেবু, চট্টগ্রাম বিভাগ এজাহার হক মিজান।