সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ

বগুড়ায় স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ

শেরপুর নিউজ ডেস্ক: আধুনিক সেবা ও স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া জেলার ভূমি কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ আগষ্ট) দিনব্যাপী সার্কিট হাউজ কনফারেন্স রুমে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন বগুড়া এ প্রশিক্ষণের আয়োজন করে।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা কেবল ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন বা আইন সংস্কার নয়, আমরা আমাদের সম্মানিত ভূমি সেবা গ্রাহকদের আস্থা অর্জনের জন্য কাজ করছি।

ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, ঢাকা ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক।

এতে আরো বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাহিদ হোসেন পনির, উপসচিব সেমিল আহমদ, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সজিব মিয়া।

এছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ারসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

Contact Us