নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে ভূয়া মেজর পরিচয়ে বিয়ে অতঃপর ধরা খেলেন জামাই। প্রতারক মোঃ রেজা ওরফে আপন (৪৫)
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করে এক তরুণীকে। অবশেষে সেই ভূয়া মেজরকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ২১ শে আগস্ট (সোমবার) সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে। গত ২০ শে আগষ্ট (রবিবার) দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভূয়া মেজর পরিচয় দেওয়া প্রতারকের নাম মোঃ রেজা ওরফে আপন (৪৫)। সে সিরাজগঞ্জ সদরের ফুকসাগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে। তবে তিনি বিভিন্ন স্থানে তার নাম পাল্টিয়ে প্রতারণা করে চলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভূয়া মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন পাঁচ মাস আগে নন্দীগ্রাম কলেজপাড়ায় এক তরুণীকে বিয়ে করে। এরপরে বিভিন্ন সময় শ্বশুড়বাড়িতে বেড়াতে আসে মেজর পরিচয়দানকারী রেজা। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গতকাল রবিবার দিবাগত রাতে কলেজপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় ভূয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে বিয়ে করার অপরাধে নন্দীগ্রাম থানায় তার শ্বাশুড়ী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এই রকম ভূয়া মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন বিভিন্ন স্থানে একাধিক বিয়ে করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভূয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অপরাধ করে আসছিল রেজা। এখানেও মেজর পরিচয় দিয়ে বিয়ে করেছে। স্থানভেদে ভিন্ন নাম ব্যবহার করে সে। যার কারণে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।