শেরপুর নিউজ ডেস্ক: ২০০৪ সালের ২১ আগষ্ট তৎকালীন জঙ্গিবাদী,বিএনপি -জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে, ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে,আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য গ্রেনেড হামলা করা হয়।
সেই ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার (২১ আগষ্ট) বিকাল ৫ টায় শেরপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী,আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু,এ্যাডঃ ইলিয়াস উদ্দিন মিন্টু,সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবুর পরিচালনায় আরও বক্তব্য দেন, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সারওয়ার রহমান মিন্টু, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন টুকু, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক, জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্র লীগের সভাপতি হুমায়ন কবির ড্যানি।
আলোচনা সভা শেষে, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদ এবং ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক।