সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমার ওপর প্রভাব ফেলবে না: চমক

নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমার ওপর প্রভাব ফেলবে না: চমক

শেরপুর নিউজ ডেস্ক: অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে বলে সংগঠনটির পক্ষে থেকে জানানো হয়। তবে নিজেরকে নিসিদ্ধ করার বিষয়টি নিয়ে মোটেই চিন্তিত নন এই অভিনেত্রী। এদিন বিকেলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রুকাইয়া জাহান চমক।

সমকালকে তিনি বলেন, ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছেন। ডিরেক্টরস গিল্ডস আমাকে নিসিদ্ধ করার কে। তারা তো আদালত না যে খুশিমত রায় দিয়ে দেবেন। তারা কতজন? আমি যাদের সঙ্গে কাজ করার করছি। যাদের সাথে কাজ করার তাদের সাথে আমি কাজ করছি, সামনেও করব।’

ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সাথেই আছেন। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আগেও বলেছি তারা ব্যক্তিগত আক্রাশ থেকে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কী?

অভিনেত্রী চমক বলেন, আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।

গেল ১৩ আগস্ট সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। পরদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ।

ডিরেক্টর গিল্ডসের সভাপতি অনন্ত হীরর সভাপতিত্বে ২১ আগস্ট ডিরেক্টরস গিল্ডসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুকাইয়া জাহান চমককে ৩ মাসের জন্য নিসিদ্ধ করার বিষয়টি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

Check Also

অস্কারে সেরা ছবির দৌড়ে বাংলা সিনেমা ‘পুতুল’

  শেরপুর নিউজ ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এই অস্কারে ‘সেরা ছবি’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =

Contact Us