শেরপুর নিউজ: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল লক্ষ্যই দেশের বঞ্চিত সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো। সেই লক্ষ্যেই দিন রাত পরিশ্রম করে শেখ হাসিনার জনবান্ধব সরকার মানুষের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। উন্নয়নের ছোঁয়া দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেবার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে একটি মহল ষড়যন্ত্রসহ নানা অপ্রপ্রচারে লিপ্ত হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার (২৩ আগষ্ট) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা প্রাণিসম্পদক অফিস চত্বরে সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে বিনামুল্যে হাঁস, হাঁেসর ঘর ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ।
এসময় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক সাফায়েত জামান নিহাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেরপুর উপজেলার ৩৩০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে বিনামুল্যে ১টি ঘর, ২০টি হাঁস, ও ৯ কেজি করে খাদ্যউপকরণ বিতরণ করা হয়।