শেরপুর নিউজ: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় দুটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল সামিউল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগষ্ট) দুপুরে ১টার দিকে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে একটি বাস তল্লাশী করে গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের সামিউলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে দুটি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাকে আদালতে পাঠানো হচ্ছে। রিমান্ডের আবেদন করা হবে।