শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার মোকামতলা থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সামিউল মিয়া (৩৫) নামে এক অস্ত্র বাহককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রগুলো লালমনিরহাটের বুড়িমারী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
গত মঙ্গলবার (২২ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে মানু মাস্টারের চাতালের সামনে থেকে ওই অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় সেখানে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে ঢাকাগামী পিংকি পরিবহন নামে একটি বাস থামানো হয়। ওই বাসে যাত্রীবেশে থাকা সামিউল মিয়াকে আটকের চেষ্টা করা হয়। এসময় সে বাসের জানালা খুলে পালানোর চেষ্টা করলে বাসের স্টাফ ও যাত্রীদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে দুই পায়ের উরুতে বিশেষ কায়দায় রাখা কসটেপ দিয়ে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি লোহার তৈরি ম্যাগজিন উদ্ধার করা হয়। সামিউল বাসের জি-২ সিটে বসা ছিল।
বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান।
তিনি আরো জানান, গোপন সংবাদেরভিত্তিতে মোকামতলা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আশিক ইকবালের নেতৃত্বে এসআই রিপন মিয়া ও এএসআই এরশাদ আলীসহ পুলিশের একটি টিম অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত সামিউল মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দিঘোলটারি গ্রামের সুরত আলীর ছেলে।
পুলিশ সুপার বলেন, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি চক্র অস্ত্র আমদানি ও বহন করছে। ৭.৬৫ বোরের এই অস্ত্র নিয়ে সামিউল ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদেরভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এই অস্ত্রগুলো ভারতের তৈরি। সামিউল অস্ত্রের বাহক মাত্র। তদন্তে এই অস্ত্রের উৎস এবং মূল হোতাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও বলেন, লালমনিরহাটের বুড়িমারী থেকে ঢাকা এই রুটে আগে মাদক বহন হতো। এখন অস্ত্র কারবারীরা এই রুটকে ব্যবহার করছে। এই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে তার সহযোগী জয় পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।