সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে-স্বস্তিকা

আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে-স্বস্তিকা

শেরপুর নিউজ ডেস্ক: কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি মানেই যেনো নানা আলোচনা-সমালোচনা। রবিবার রাতে এই অভিনেত্রী তোয়ালে জড়ানো কয়েকটি ছবি পোস্ট করেছেন। যারা কমেন্টবক্স ভরে যায় কুরুচিকর মন্তব্যে।

এই প্রসঙ্গে স্বস্তিকা টুইট করে লিখেছেন, ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষা প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’

সাদা তোয়ালে পরে যে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা, সেখানে নায়িকা ক্যাপশন জুড়েছিলেন, ‘৪০ বছর বয়সে আমার স্তন যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটা হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’

এদিকে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই নেটিজেনদের একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছে।

Check Also

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ সিজন-২ আগামী ১৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =

Contact Us