সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে-মজিবর রহমান মজনু

সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে-মজিবর রহমান মজনু

শেরপুর নিউজ: বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখা আয়োজিত, ১৫ আগস্ট,১৭ আগস্ট ও ২১ আগস্টের হামলা গুলো মূলত একই সুত্রে গাঁথা শীর্ষক আলোচনা সভা বুধবার (২৩ আগষ্ট) দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে মোঃ জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিন,বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল হক মন্জু,বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সভাপতি সজীব সাহা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালে ১৫ আগস্ট সারা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়৷ একদল বিপদগামী সেনাসদস্য হায়নার দল, যখন চারিদিকে ফজরের নামেজের আযান হচ্ছিল ঠিক সেই সময় তারা স্বাধীন বাংলার মহান স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে নির্মম বুলেটের আঘাতে হত্যা করে। তার দুই কন্যা আমাদের আশার বাতিঘর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাহিরে থাকায় প্রানে বেচেঁ যান। কিন্ত স্বাধীনতা বিরোধী কুচক্রী সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যা করার চেষ্টা করে। তারা ২০০৪ সালে ২১ আগস্ট আরজেস গ্রেনেড হামলা করে। তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড বোমা নিক্ষেপ করে আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মীকে নির্মম ভাবে হত্যা করে এবং এখনো অসংখ্য নেতাকর্মী গ্রেনেড বোমার স্প্রিন্টারের আঘাতে পুঙ্গত্ব বরন করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঔ হায়নার দল এত কিছু করে ক্ষান্ত হয়নি তারা আবারো ২০০৫ সালে ১৭ আগস্ট এই বাংলাদেশ ৬৩ জেলায় সিরিজ বোমা নিক্ষেপ করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল। তারা এই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। এই স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল লেগেই রয়েছে দেশের উন্ময়নের অগ্রযাত্রাকে থমকে দিতে। তারা অসহযোগ আন্দোলনের নামে সারা বাংলাদেশে নেতাকর্মীকে এমনকি তারা সাধারণ মানুষকে,চলন্ত বাস এবং ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে জিবন্ত মানুষকে পুরিয়ে মেরেছে এখনো অনেক মানুষ পেট্রোল বোমার আঘাতে হাত, পা, চোখ হারিয়ে জিবন্ত লাশ হয়ে বেচেঁ রয়েছে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তারি সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে সোনার বাংলা গড়ার দিপ্ত শপথ নিয়ে ২০৪১ সালের ভিশনকে সামনে রেখে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে রুপান্তরিত করতে তার সরকার কাজ করছে।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে।

আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি একেএম এনামুল বারী টুটুল, সহঃঅধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন,মামুনুর রশিদ মামুন,নাইমুর রাজ্জাক তিতাস,নাজমুল কাদির শিপন, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী,মশিউর রহমান মামুন,নাসিমুল বারী নাসিম,আমিনুল ইসলাম আকাশ,আব্দুস সালাম, সিরাজুল ইসলাম রতন, লিটন শেখ, এনামুল হক,খালেকুন্নাহার পলি,এ্যাডঃ ফাহিম শাহরিয়ার,রাকিবুল ইসলাম রাজু,আয়নাল হক নয়ন,রশ্মি স্বর্না,ওমর ফারুক ঝিনুক, আব্দুল ওয়াদিদ পাপ্পু,মাসুদ রানা,প্রভাষক মামুন,ফেরদৈস জামান মুকুল, রাসেদ ইসলাম, সোহানুল ইসলাম, মিলন সহ জেলা,পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − nine =

Contact Us