সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / জামায়াতের সমাবেশ নিষিদ্ধের শুনানি ৩১ আগষ্ট

জামায়াতের সমাবেশ নিষিদ্ধের শুনানি ৩১ আগষ্ট

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন ও ১০ বছর পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করায় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ দিন ধার্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনকারী আইনজীবী তানিয়া আমীর বলেন, জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

তানিয়া আমীর বলেন, আজ (২৪ আগস্ট) আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকার ২২ নম্বর ক্রমিকে ছিল। ক্রম অনুসারে শুনানির জন্য দাঁড়ালে আদালত বলেন, আজ শুনানি হবে না (নট টুডে)। আগামী ৩১ আগস্ট তারিখ দিয়েছেন।

সংগঠনটির সমাবেশ নিষিদ্ধ ও নেতাদের বিরুদ্ধ আদালত অবমাননা, এই দুই আবেদনে পক্ষভুক্ত হতে অধ্যাপক মুনতাসীর মামুন, শ্যামলী নাসরিন, শাহরিয়ার কবির, শাওন মাহমুদ, রফিকুন্নবী, মাহফুজা খানম, আবুল হাশেম, তানভীর মোকাম্মেলসহ ৪২ জন বিশিষ্ট নাগরিক গত ২৭ জুলাই আদালতে আবেদন করেন। আবেদনের বিষয়টি গত ২৭ জুলাই নিশ্চিত করেছেন ব্যারিস্টার তানীয়া আমীর।

জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ। এই রায়ের বিরুদ্ধে জামায়াত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে। অন্যদিকে এক দশকেরও বেশি সময় পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। সমাবেশে জামায়াত নেতারা দলের নিবন্ধন ফিরিয়ে দেয়া ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

সুপ্রিম কোর্টে লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সভা, জনসভা বা মিছিলের ওপর নিষেধাজ্ঞা এবং ১০ বছর পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করায় আদালত অবমাননার অভিযোগ এনে গত মাসে উচ্চ আদালতে পৃথক আবেদন করা হয়। আদালত অবমাননর আবেদনে বিবাদী করা হয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ড. গোলাম পরওয়ার, নায়েবে আমীর ডা. আব্দুল্লা মোহাম্মদ তাহের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার খোন্দকার গোলাম ফারুককে। এই দুটি রিটকারী হলো- মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ তিনজন।
এমন আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আজ দিন ধার্য রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত ২৬ জুন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী শুনানির এ দিন ধার্য করেন। ওই আবেদনের শুনানির দিন সামনে রেখে নতুন করে আরো ৪২ জন পক্ষভুক্ত হতে আবেদন করেছেন।

গত ২৭ জুলাই আইনজীবী তানিয়া আমীর দুটি আবেদনের বিষয় জানান। একটা হচ্ছে হাইকোর্টের রায় বলবৎ থাকার পরও ১০ বছর পরে জামায়াত কর্মসূচি পালন করেছে। আরেকটা আদালত অবমাননার। কারণ, তারা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি করেছেন যেখানে আদালত অবমাননার বিষয় আছে। অথচ হাইকোর্টের রায়ে তাদের নিবন্ধন অবৈধ। চেম্বার আদালত আবেদন দুটি আমলে নিয়ে শুনানির জন্য ৩১ জুলাই দিন ঠিক করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে সাময়িক নিবন্ধন দেয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী করা হয়। এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হক (পরে প্রধান বিচারপতি) ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ ২০০৯ সালের ২৭ জানুয়ারি রুল জারি করেন। রুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (বি) (১) (বি) (২) ও ৯০ (সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়। ছয় সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এ রুল শুনানির বেঞ্চ গঠনের জন্য ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির কাছে আবেদন করেন আবেদনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ মার্চ আবেদনটি বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ১০ মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠান দ্বৈত বেঞ্চ।

ওইদিন প্রধান বিচারপতিসহ তিন বিচারপতি- এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করেন। এই বেঞ্চ ওই রুলের শুনানি শেষ করেন ২০১৩ সালের ১২ জুন। পরে যে কোনো দিন রায় দেবেন বলে জানিয়ে অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতকে দেয়া ইসির নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।
সংক্ষিপ্ত রায়ে বলা হয়, এ নিবন্ধন দেয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। সেইসঙ্গে আদালত জামায়াতকে আপিল করারও অনুমোদন দেন। তবে এ রায়ের স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের ৫ আগস্ট খারিজ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল করে। ওই আপিল শুনানিতে উদ্যোগ নেন রিটকারী পক্ষ। সে অনুসারে আপিলটি গত ৩১ জানুয়ারি মঙ্গলবার কার্যতালিকায় ওঠে। ওইদিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সার সংক্ষেপ প্রস্তুত করতে চূড়ান্তভাবে দুই মাস সময় দেন।

এদিকে জামায়াত ইসলামী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ সুপ্রিম কোর্টে দাখিল করেছে। জামায়াতের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক এডভোকেট মুহাম্মদ সাইফুর রহমান গত ১৬ জুলাই বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 19 =

Contact Us