সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

শেরপুর নিউজ ডেস্ক: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য।

রবিবার (২৭ আগস্ট) সকাল ১১ টা থেকে ১২ টা ১৫ মিনিট পর্যন্ত সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে এক সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উৎসাহিত করে যুক্তরাজ্য। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

এর আগে রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টা নাগাদ সারাহ কুক ইসিতে যান।

গত এপ্রিলের শেষে দ্বায়িত্ব নেয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ। এসময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =

Contact Us