শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে নিজ ঘরে লিটন (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত আফাজ উদ্দিন লিটন শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজঁর উত্তরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম খোকার ছেলে।
এলাকাবাসীরা জানান, সোমবার রাতে সে বাড়িতে একাই ছিলো। দুর্বৃত্তরা রাতে কোন একসময় তাকে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী তার ঘরের পাশ দিয়ে যাবার সময় বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। তার শরীরের গলা ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখমের চিহ্ন ছিলো।
শেরপুর থানার অফিসার ইনচার্জ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শীঘ্রই এর রহস্য উন্মোচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।