শেরপুর নিউজ ডেস্ক: জেলা তথ্য অফিস,বগুড়া এর আয়োজনে বামন পাড়া উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় শীর্ষক ‘আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর ফিরোজা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগেবুল আহসান রিপু, সংসদ সদস্য ,বগুড়া-৬ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির পিতা শিশুকাল থেকে ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী একজন মানুষ। অন্যের অভাব অনাটনে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতের । জাতির পিতা তাঁর জীবনে কখনো মিথ্যার বা প্রতাবণার আশ্রয় না নিয়ে নিজের জীবন অন্যের জন্য উৎসর্গ করেছেন। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা তা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে তা স্বপ্নের মতোই মনে হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার, মুহা: মাহফুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আবু সুফিয়ান সফিক, চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা পরিষদ। মো: গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বগুড়া সদর। মো: রাসেল, নিরাপদ খাদ্য কর্মকর্তা, বগুড়া। মো: রফিকুল ইসলাম, চেয়ারম্যান, নুনগোলা ইউনিয়ন পরিষদ। মো: আব্দুল মাজেদ, প্রধান শিক্ষক, বামন পাড়া উচ্চ বিদ্যালয়, বগুড়া সদর, বগুড়া। অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ ৬শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।