শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে যারা তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকার গঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে এক-এগারো’র সেই ফখরুদ্দিন-মঈন উদ্দিনের মত দেশ ছেড়ে পালিয়ে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার (৩০ আগষ্ট) বিকেলে বগুড়া সদরের মানিকচক মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা ১৯৭১ সালেও আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। পাকিস্তানের পক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধে রাশিয়াও নৌবহর পাঠায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র আর অগ্রসর হতে পারেনি। ঠিক একইভাবেই এবারেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন কোন কাজে আসবে না। আন্তর্জাতিক অঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থানের মাধ্যমে সব চক্রান্ত মোকাবেলা করবেন এবং বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদার রহমান মিলন ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনুসকে সুদখোর মহাজনের সঙ্গে তুলনা করে বলেন, তাঁর এনজিও থেকে ঋণ নিয়ে শোধ করতে না পারলে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা অনেক ঋণ গ্রহীতার বাড়ি-ঘর ভেঙে নিয়ে গেছেন। কিন্তু তার পরেও কেউ কেউ বলার চেষ্টা করেন যেন ড. ইউনূস নাকি নারীর উন্নয়নে কাজ করছেন। আসলে এটি সত্য নয়। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাাংলাদেশের নারীদের জীবন-মান উন্নয়নে অনেক কাজ করেছেন।