শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় পুলিশ সুপারকে ঘুষ দেয়ার চেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন আদালত। বুধবার (৩০ আগষ্ট) বিকাল চারটার দিকে স্পেশাল জজ অম্লান কুসুম জিষ্ণু এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়া এলাকার আশরাফ আলী, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বনমালীপাড়া এলাকার মোজাম্মেল হক এবং শহরের দক্ষিণ নাটাইপাড়া এলাকার মামুন কাজী। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুদক বগুড়ার পিপি আবুল কালাম আজাদ।
পিপি আবুল কালাম আজাদ বলেন, ২০১৩ সালে মামুন কাজী বিস্ফোরক মামলার আসামি ছিলেন। তাকে মামলা থেকে বাঁচানোর জন্য তৎকালীন পুলিশ সুপার মোজাম্মেল হকের কাছে যান আশরাফ আলী এবং মোজাম্মেল হক। এসময় তারা পুলিশ সুপারের টেবিলে দশ হাজার টাকা রাখে এবং বাকি ২০ হাজার টাকা পরে দিবেন মর্মে ঘুষ প্রদানের চেষ্টা করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় বগুড়া ডিবির তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আশরাফ আলী, মোজাম্মেল হক ও মামুন কাজীকে আসামিকে করে চার্জশীট দাখিল করেন। সেই মামলায় আদালত দণ্ডবিধি ১০২ ধারায় তিনজনকেই এক বছরের জেল এবং দণ্ডবিধির ১৬২ ও ২১৪ ধারায় আশরাফ আলী ও মোজাম্মেল হককে আরও দুই বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, রায় ঘোষণা শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।