শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট কেএম সামিদুল ইসলাম (৫০) কে মারপিট করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতা কেএম সামিদুল ইসলাম ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শেরপুর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা।
অভিযোগ সুত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে একটি হোটেলের সামনে শরবত খাবার উদ্দেশ্যে গেলে তাকে ৭/৮ জন যুবক ঘিরে ফেলে বেদম মারপিট করে মোটর সাইকেলে করে টাউনকলোনী এলাকায় একটি অফিসে নিয়ে যায়। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে তাকে ছেড়ে দেয়া হয়।
এরপর আহত আওয়ামী লীগ নেতাকে হাসপাতালে নেয়া হয় এবং রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, বিষয়টি তদন্তপুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।