সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে একই দিনে আ.লীগ-বিএনপির সমাবেশ, সংঘর্ষে-আহত ৫

নন্দীগ্রামে একই দিনে আ.লীগ-বিএনপির সমাবেশ, সংঘর্ষে-আহত ৫

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার নন্দীগ্রামে একইদিনে আ.লী-বিএনপির সমাবেশ সংঘর্ষে আ.লীগের এক ও বিএনপির চার জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করেন। অপরদিকে একই সময়ে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধুচত্ত্বরে এক শান্তিসমাবেশের আয়োজন করেন উপজেলা আ.লীগ। ওই সময় আ.লীগের একটি মিছিল বগুড়া নাটোর মহাসড়ক হয়ে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

সংঘর্ষে উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: মুকুল হোসেন, অপরদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী,পৌর ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা আশরাফুল ইসলাম,বুড়ইল ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল কাইয়ুম সংঘর্ষে আহত হয়েছে বলে উভয় দলের দলীয় ভাবে দাবি করা হয়েছে । উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ পূর্ব নির্ধারিত কর্মসূচি। উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের আগে মিছিলের উপরে বিএনপি নামক সন্ত্রাসীরা অতর্কিত ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পরে আমরা স্থানীয় জনসাধারণ নিয়ে ঐ বিএনপি নামক সন্ত্রাসীদের প্রতিহত করেছি।

অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৪টায় আমাদের বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করি। সমাবেশ চলাকালীন উপজেলা আ.লীগের সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে আমাদের সমাবেশে হামলা করে এতে করে আমাদের চার জন নেতাকর্মী আহত হয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আ.লীগের শান্তি সমাবেশের কর্মসূচী ছিল। উপজেলা আ.লীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড বঙ্গবন্ধুচত্ত্বর থেকে শান্তিসমাবেশের এক মিছিল নিয়ে বগুড়া নাটোর মহাসড়ক হয়ে বিএনপির কার্যালয়ের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় দুই পক্ষকে শান্তিপূর্নভাবে উভয়দিকে সরিয়ে দেই, এপ্রর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Check Also

নন্দীগ্রামে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামের মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ৩লক্ষ ৩০ হাজার টাকার মালামাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eleven =

Contact Us