শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে উষসী সাহিত্য সংসদের ১৭৫ তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে শেরপুর শহরের নয়াপাড়াস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত পাক্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য মো. নাহিদ আল মালেক।
সংগঠনের আহ্বায়ক বিবর্ণ আলমের সঞ্চালনায় এতে স্বরচিত লেখা পাঠ করেন সাহাব উদ্দিন হিজল, সাহেব মাহমুদ, বিশ^জিত চৌধুরী রিবর্ন, গোলাম মোস্তফা,নাহিদ আল মালেক, মীর এনামুল হক, সুশীল চন্দ্র পাল, আমিনুল ইসলাম, লায়ন গাজী, বাপ্পি।
সমালোচনা করেন লতিফ আদনান ও বিশ^জিত চৌধুরী রিবর্ন।