সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ২০২৪ সালের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন

২০২৪ সালের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন

শেরপুর নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে তারিখ ঠিক করিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়ে গেল।

শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আনিছুর রহমান বলেন, ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনে প্রিজাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেয়া আছে। এগুলো জানতে হবে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, মাস্টার ট্রেইনার হিসেবে আপনাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এসময় পেশাদারিত্বের সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন প্রত্যাশা করি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রিজাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই স্বার্থকতা হবে ইসির। আমরা চাইবো নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।

Check Also

বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =

Contact Us