সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শাহজাহানপুর / শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ: বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে শাজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহজালাল তালুকদার পারভেজ। তিনি ওই এলাকার মনসুর তালুকদারের ছেলে। এছাড়া তিনি বগুড়া সদরের ফাপোর ইউনিয়নের কৈচড় বিএমটি কলেজের মানব সম্পদ বিষয়ের প্রভাষক এবং গোহাইনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাথাইল চাপড় এলাকায় মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন পারভেজ। এসময় দুর্বৃত্তরা পারভেজের উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা কারা এতে জড়িত তা দ্রুত উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে৷’

কৈচর বিএমটি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘পারভেজ আমাদের প্রতিষ্ঠানে জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাকে এভাবে সন্ত্রাসীরা মেরে ফেলবে ভাবতেই অবাক লাগছে। এর আগে শুনেছিলাম এলাকায় পারভেজের বড় ভাইকে কিছু সন্ত্রাসী তুলে নিয়ে গেছিল। সেটার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা পারভেজকে খুনের হুমকি দিয়েছিল।’

Check Also

শাজাহানপুরে সেপটিক ট্যাংক থেকে ২ পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শাজাহানপুরে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 17 =

Contact Us