শেরপুর নিউজ ডেস্ক: সড়ক পথে শৃঙ্খলা বজায় রাখাসহ যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের উদ্যোগে ‘নিরাপদ ট্রাফিক সপ্তাহ’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের সাতমাথায় এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যাত্রীদেরকে সচেতন হতে হবে, যাত্রীদের অধিকার সম্পর্কে জানতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফত ইসলাম, বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহবুবুল ইসলাম।