সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

শেরপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুইজন। রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার হিরু মিয়ার ছেলে জাকারিয়া হোসেন জাকির ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ফকিরের মেয়ে রানী খাতুন। এতে আহত হন আরও দুই যাত্রী। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নাদির হোসেন বলেন, প্রাইভেটকারটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে খালে উল্টে পড়ে। এতে দুইজন মারা যান। আহত হন চালকসহ দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকার ও মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Contact Us