সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / এলপিজি সিলিন্ডারে বাড়ল ১৪৪ টাকা

এলপিজি সিলিন্ডারে বাড়ল ১৪৪ টাকা

শেরপুর নিউজ ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরো বেড়েছে। এবার একলাফে সিলিন্ডার প্রতি ১৪৪ টাকা বেড়েছে। দাম বাড়ানোর ফলে চলতি সেপ্টেম্বর মাসে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের জন্য ১ হাজার ২৮৪ টাকা গুনতে হবে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই দাম আজ থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো: নুরুল আমিন জানান, আগস্ট মাসে ১২ কেজি এলপিজির দাম ছিলো ১ হাজার ১৪০ টাকা। জুলাই মাসে এই দাম ছিলো ৯৯৯ টাকা। এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি এলপিজির দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ওজনের এলপিজির দামও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী-সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৮৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৩৮ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৬০৫ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৭১২ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৯২৬ টাকা, ২০ কেজি ১ হাজার ১৪০ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২১০ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৪৫ টাকা এবং ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮১৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, কোনো পর্যায়ে নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করা যাবে না। ভোক্তা পর্যায়ে নতুন এ দাম আজ রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

Check Also

বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =

Contact Us