শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ধর্ষণ মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাবতলী পৌরসভার মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আবু সালাম(৬০)। তিনি জয়পুরহাটের পাচবিবি উপজেলার পূর্ব বীর নগর এলাকার মৃত বাচ্চা মোল্লার ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ২০১৭ সালের ১৪ জুলাই আবু সালাম দুই শিশুকে টাকা ও টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। পরে বাড়িতে যেয়ে ওই দুই শিশু তাদের পরিবারকে জানালে পুলিশক খবর দেয়। পুলিশ গ্রামবাসীর সহায়তায় আব্দুস সালামকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে। সেই মামলায় আদালত আসামি আব্দুস সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে।