সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সে.

বগুড়ায় তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সে.

শেরপুর নিউজ ডেস্ক: তপ্ত রোদের দখলে প্রকৃতি। বৃষ্টিপাতের আকাল দেখা দিয়েছে! বৃষ্টিহীন আবহাওয়ায় ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠেছে মানুষের। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই।

তার ওপর দফায় দফায় বিদ্যুতের ৭-৮ ঘন্টার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। কৃষিতে দেখা দিয়েছে সেচ সংকট। পানির অভাবে আমনের ক্ষেত শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত সেচ দিতে হচ্ছে।

এ অবস্থায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে উঠেছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলেছে আবহাওয়া অফিস।

বাতাসে অতিরিক্ত জলীয়বাস্প ও অব্যাহত তাপদাহে বিপর্যস্ত জনজীবন। দিনের আলো ফোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো যেন ঠিকরে পড়ছে। দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকলে ফোস্কা পড়ে যাচ্ছে গায়ে। বাতাসও যেন আগুনের হলকা।

হঠাৎ নাকেমুখে লাগলে মনে হচ্ছে পুড়ে গেল। দুপুরের দিকে রোদের উত্তাপ এত বেশি উঠে যাচ্ছে যে, শরীর থেকে ফোটায় ফোটায় ঝরে পড়ছে ঘাম। ভিজে যাচ্ছে পরনের কাপড়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরে মানুষের আনাগোনা কম ছিল শহরে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।

হাতের যে পিঠে রোদ লাগে সেখানে ফোস্কা পড়ে কালো হয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, রোদে কাজ করতে যারা বাধ্য হচ্ছেন তাদের উচিৎ প্রচুর পানি পান করা এবং কিছুক্ষণ পরপর ছায়ায় বিশ্রাম নিয়ে আবার কাজ করা।

ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। একটু-আধটু ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিললেও পরক্ষণেই রোদ উঠছে প্রচন্ড তাপ নিয়ে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আঁচটা খুব বেশি। এক সপ্তাহরও বেশি সময় ধরে বৃষ্টি না হওয়ায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। বিপর্যস্ত হয়ে পড়েছে কর্মজীবী মানুষের জীবন। তারা বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়েছেন।

ক্লান্তি দূর করতে কেউ কেউ রাস্তার পাশে সস্তার পানীয় পান করছেন। প্রচন্ড রোদ ও বৃষ্টিহীনতায় আমন মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে কৃষক। বৃষ্টি নেই। তেলের দাম বেশি হওয়ায় সেচ খরচ বেড়ে উৎপাদন খরচও বাড়ছে। বগুড়ার সদরের কৈচর এলাকার কৃষক মাফুজার জানান, আমন মৌসুমে তারা অনেকটাই প্রকৃতির ওপর নির্ভর করেন। কিন্তু এবার প্রকৃতি বিপক্ষে গেছে। উৎপাদন খরচ দিয়ে চাষ করা মনে হয় বৃথা হবে।

বগুড়া আবহাওয়া অফিস জানায়, সাগরে লঘুচাপ তৈরি হয়েছে। তবুও আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই বগুড়ায়। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে সকাল ৬টায় আদ্রতা চিল ৮৯ শতাংশ, ৯টায় ৬৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। তাপদাহের সাথে সাথে বাতাসে উচ্চ মাত্রায় জলীয় বাস্প থাকায় গরমে অস্বস্তির মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি অনূভ’ত হচ্ছে।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Contact Us