সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / এক দফা দাবিতে রাজপথে নামার ডাক দিলেন ফখরুল

এক দফা দাবিতে রাজপথে নামার ডাক দিলেন ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: এক দফার আন্দোলনে সকল বিরোধী রাজনৈতিক দলকে ‘রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে বড় দল-ছোট দল-মাঝারি দল, এটা বড় কথা নয়। বিএনপি নাকি নাগরিক ঐক্য নাকি গণসংহতি আন্দোলন না গণতন্ত্র মঞ্চ, এটা বড় কথা নয়। আমাদের দেশ, আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত, বিপন্ন। এদের অস্তিত্বকে রক্ষা করার আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক এই আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই ডাক দেন।

বিরোধী রাজতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমরা আসুন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের রাজপথে নেমে পড়বো। যেখান থেকে উচ্চারিত কন্ঠে আমরা উচ্চারণ করব আর নয়, এক দফা দাবি তুমি যাও। এনাফ ইজ এনাফ। এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র, জনগণের একটা পার্লামেন্ট, জনগণের সমাজ তৈরি করবার ব্যবস্থা করে দাও। অন্যথায় পালাবার পথটা খুঁজে পাবে না। এটা আমি বার বার বলেছি। আসলে পায় না কিন্তু। অতীতে দেখবেন ডিক্টেটররা কিন্তু পালাবার পথ খুঁজে পায় নাই বলে হুশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে তরুণ যুবকের আছেন এই সাকি (জোনায়েদ সাকি) দলে এবং অনেকে আছেন তরুণ যুবক.. তারা সামনে এগিয়ে এসেছেন। আমি অন্তরের অন্তরস্থল থেকে চাই যে, তারা আরো বিস্তৃত হোক, তাদের সংগঠন আরও বড় হোক, তারা গণমানুষের মধ্যে চলে যাক। মানুষকে তারা জাগিয়ে তুলুক। সত্যিকার অর্থে একটা শোষণহীন একটা সমাজ ব্যবস্থা নির্মাণ করুন। এটা আমি আন্তরিকভাবে চাই।

Check Also

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Contact Us