সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে ফেন্সিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে ফেন্সিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় বুধবার (০৬ সেপ্টেম্বর) শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের জহুরুল ইসলাম মিলনের ছেলে সোনাম হোসেন সাজু (৩০) ও শাজাহান আলী সাজু (৩৮)। সম্পর্কে তারা দুই ভাই। এরমধ্যে সাজুর বিরুদ্ধে একডজন ও রাজুর বিরুদ্ধে দশটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (০৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রণবীরবালা এলাকায় রকমারি মাদকদ্রব্য বিক্রি করছে- গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় আমদানি নিষিদ্ধ পঞ্চাশ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পাশাপাশি তারা নিজেরাও মাদক সেবন করে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে বেশকয়েকটি মাদক মামলা রুজু আছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরো একটি মামলা দিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

Contact Us