ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হয়েছে। দিবস উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, উপজেলা সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু’র নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুকসহ অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ গ্ৰহন করেন।