সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২

শেরপুর নিউজ ডেস্ক: মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩২ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ৩২৯ জনের বেশি আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: রয়টার্সের।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিক এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি, যা ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে। আহত ৩২৯ জন এসব এলাকার বিভিন্ন হাসপাতালে রয়েছে বলেও জানিয়েছে ওই মন্ত্রণালয়।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পে পুরাতন মারাখেস শহরে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। স্থানীয় টেলিভিশনে ভাঙা গাড়ির ধ্বংসস্তূপ সহ একটি পতিত মসজিদ মিনারের ছবি দেখানো হয়েছে।

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nine =

Contact Us