সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশের সকল সদস্য প্রস্তুত রয়েছে: আইজিপি

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশের সকল সদস্য প্রস্তুত রয়েছে: আইজিপি

শেরপুর নিউজ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ নির্বাচন কমিশনের অধীনে থেকে আগামী দিনের নির্বাচন সংক্রান্ত যেকোন ধরণের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের সকল সদস্য প্রস্তুত রয়েছে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে যেকোন অপপ্রয়াসকে রুখে দিতে আমরা বদ্ধ পরিকর।’

শনিবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পুলিশ প্লাজা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

আইজিপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রনে আনতে পুলিশ বাহিনীর সদস্যগণ সক্ষম হয়েছি। এর কারণে মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, রপ্তানী আয়, বার্ষিক রেমিটেন্স বেড়েছে। সকল সুচকে আমরা এগিয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নীতির উপর ভিত্তি করে দায়িত্ব পালনে পুলিশ সদস্যগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, যাতে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করছে পুলিশ, যাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে মানুষের মাঝে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে যেকোন অপরাধ সংগঠিত হওয়ার পর খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হচ্ছি। ফলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে।’

২০ লাখ রাবার বুলেট কেনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে এগুলো কিনে থাকি। এটি একটি স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া যা প্রতি বছরই হয়ে আসছে। এটা এরকম নয় যে কোন উদ্দেশ্যে কেনা হয়েছে। এটি পুরোপুরি নিয়মিত ক্রয় প্রক্রিয়ার অংশ।’

গায়েবী মামলার বিষয়ে প্রশ্ন করলে আইজিপি বলেন, ‘গায়েবী মামলা বলতে কোন মামলা আছে কিনা তা আমি জানিনা। কোন মামলার বিষয়ে কারও যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তদন্ত করে দেখবো।’

সাংবাদিকদের সাথে কথা বলার আগে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান পুলিশ প্লাজা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত আইজিপি(ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ হেডকোয়ার্টাসের ডিআইজি( ফিন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, এবং বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + five =

Contact Us