শেরপুর নিউজ ডেস্ক: নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আক্রমণ করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করবে, সকলকে সতর্ক থাকতে হবে। বুকে আরও সাহস নিয়ে রাস্তায় নামতে হবে। ঐক্যবদ্ধভাবে সরকারকে পদত্যাগে বাধ্য করাতে হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার গণমিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৪ টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক, শাহ মো. নেসারুল হক।
চলমান আন্দোলনে বেশকিছু দিন বিরতি দিয়ে নয়াপল্টনে বড় ধরনের শোডাউন করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে আরও ত্যাগ স্বীকারের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে বিএনপি। একই সঙ্গে দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিসহ সরকারের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে ক্ষমতাসীনদের প্রতিটি অপকর্মের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নীতি-নির্ধারকরা।
বিএনপি মহাসচিব বলেন, আজকে প্রবল বৃষ্টির মধ্যেও লাখো জনতার উপস্থিতিতে জনগণ সরকারকে না বলে দিয়েছে। কারণ, ফ্যাসিবাদী সরকার জনগণের সবধরণের অধিকার কেড়ে নিয়েছে। এরা ক্ষমতায় টিকে থাকতে সকল অনৈতিক কাজ করে যাচ্ছে। জনগণের আওয়াজ স্তব্ধ করে আবারো এরা ক্ষমতায় আসতে চায়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশনেত্রীকে প্রতিহিংসামূলকভাবে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধ হই। সরকার জোর করে ক্ষমতায় আসতে চাইবে। সবাইকে সতর্ক থাকবে হবে। নেতাকর্মীদের বুকে সাহস নিয়ে রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদ বিলুপ্ত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মির্জা ফখরুল বক্তব্য দেয়ার মূহর্তেই মুষলধারে বৃষ্টি শুরু হলে বক্তব্য সংক্ষেপ করেন তিনি। বক্তব্য শেষে তিনি শ্লোগান ধরেন, ‘সকল রাজনৈতিক দল একহও, একহও’।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম।