সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শাহজাহানপুর / বগুড়ায় কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ড: গ্রেপ্তার ২

বগুড়ায় কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ড: গ্রেপ্তার ২

শেরপুর নিউজ : বগুড়ার শাজাহানপুরে কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ডের মূলহোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার বগুড়া শহর এবং রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মো: তন্ময় ওরফে সাব্বির ওরফে কিলার সাব্বির এবং শহরের কালিতলা শিববাট্টি এলাকার আল আমিন।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এর আগে গত ২ সেপ্টেম্বর সকালে কৈচর বিএম টেকনিক্যাল এন্ড কারিগরি কলেজের প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন পারভেজের স্ত্রী বাদী হয়ে বগুড়া শাজাহানপুর থানায় ইমন বাবু, কাউছার, দুলু মিয়া, আরিফ হোসেন, উজ্জ্বল, রোকসানা, গুলশানাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামিদের ধরতে র‍্যাবও অভিযান শুরু করে। সেই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারভেজ হত্যা মামলার মূলহোতা কিলার সাব্বির রাজশাহীতে আত্মগোপন এবং তদন্তেপ্রাপ্তে আসামি আল আমিন শহরের কালিতলা এলাকায় অবস্থান করছে। পরে সোমবার বেলা সোয়া ১১টার দিকে আল আমিনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন সিএনজিসহ গ্রেপ্তার করা হয়। পরে একইদিন বেলা সোয়া তিনটার দিকে রাজশাহী সদর থানা এলাকা থেকে কিলার সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তার দাবি, গ্রেপ্তারের পর আসামিরা জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। তারা হত্যাকাণ্ডের পর করে ঘটনাস্থল থেকে সিএনজিযোগে পালিয়ে যায়। প্রথমে তারা ঢাকায় আত্মগোপন করলেও এরপর ঢাকা থেকে তারা রাজশাহীসহ বিভিন্ন স্থানে গিয়ে আত্মগোপন করে ছিল। তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Check Also

শাজাহানপুরে সেপটিক ট্যাংক থেকে ২ পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শাজাহানপুরে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =

Contact Us