সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শেষ হলো সংসদের ২৪ তম অধিবেশন

শেষ হলো সংসদের ২৪ তম অধিবেশন

শেরপুর নিউজ ডেস্ক: শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২৪ তম অধিবেশন। বৃষ্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটা নাগাদ রাষ্ট্রপতির নির্দেশে অধিবেশনের সমাপ্তির ঘোষণা করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

এর আগে চলতি এ অধিবেশন শুরু হয় গত ৩ সেপ্টেম্বর। ৯ কার্যদিবসের এ অধিবেশনে সরকারি-বেসরকারি মিলে ২৯টি বিল আসে। এর মধ্যে ৮ দিনে ১৮টি বিল পাশ হয়েছে। গত ৪ সেপ্টেম্বর পাশ হয় ২টি বিল, ৫ তারিখ ২টি বিল, ৯ তারিখ ২টি, ১০ তারিখ ২টি, ১১ তারিখ ২টি, ১২ তারিখ ৩টি, ১৩ তারিখ ৩টি এবং শেষের দিন ১৪ সেপ্টেম্বর ২টি বিল পাশ হয়েছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিল, সাইবার নিরাপত্তা বিল ও ‘সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩’ পাশ গত বুধবার সংসদ অধিবেশনে পাশ হয়েছে। এ অধিবেশনে ১৭টি বিল কমিটিতে পাঠান হয়েছে পরীক্ষার জন্য। ৫টি বিল পাশের অপেক্ষায়, যা আগামী একটা অধিবেশন বসবে সেখানে পাশ করবো।

Check Also

বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − ten =

Contact Us