সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির পালে হাওয়া

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির পালে হাওয়া

শেরপুর নিউজ ডেস্ক: প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানির পালে হওয়া লেগেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নেও এ সময়ে রপ্তানি বেড়েছে উল্লেখযোগ পরিমাণে। অর্থবছরের প্রথম দুই মাসে অপ্রচলিত বাজারে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১ দশমিক ২০ বিলিয়ন ডলার। সে হিসাবে এই বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ। জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশেও প্রথম দুই মাসে পোশাক রপ্তানি বেড়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধি বেড়েছে। এটা ভালো দিক। তবে শঙ্কাও রয়ে গেছে। সামনে জাতীয় নির্বাচন। দেশের পরিস্থিতির ওপর নির্ভর করে রপ্তানি। পরিবেশ ভালো থাকলে রপ্তানি স্বাভাবিক থাকবে। নির্বাচন ঘিরে ক্রেতারা পর্যবেক্ষণে রয়েছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৯৫ শতাংশ, ইউরোপিয়ান ইউনিয়নে ১১ দশমিক ৮১ শতাংশ এবং সবচেয়ে বেশি যুক্তরাজ্যে ১৯ দশমিক ১৪ শতাংশ বেড়েছে পোশাক রপ্তানি।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ১১ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে রপ্তানি বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, যুক্তরাজ্যে ৯৭৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রথম দুই মাসে কানাডাতেও ৭ দশমিক ২২ শতাংশ বেড়ে ২৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

ইতিবাচক প্রবৃদ্ধির এই চিত্রের বিপরীত চিত্র দেখা গেছে তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানির ক্ষেত্রে। অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে পোশাক রপ্তানি কমেছে ৬ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া এ সময়ে ভারতেও রপ্তানি কমেছে ৩ দশমিক ১৪ শতাংশ। তবে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের মতো ইউরোপিয়ান ইউনিয়নের কিছু বড় বাজারে রপ্তানিও যথাক্রমে ২৬ দশমিক ৯৪ শতাংশ, ৮ দশমিক ৪৫ শতাংশ, ২৮ দশমিক ৭৩ শতাংশ, ১৮ দশমিক ৯৫ শতাংশ ও ২৬ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, নির্বাচন ঘিরে ক্রেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ডিসেম্বরের আগে রপ্তানির আসল চিত্র বোঝা যাবে না। তবে ক্রেতাদের চাহিদা কমছে।

বিজিএমইএর পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেড অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ছে, এটা ভালো দিক। এই ধারা অব্যাহত থাকলে রপ্তানি অনেক বেড়ে যাবে।

Check Also

ন্যায্য দামে পণ্য দেবে ‘জনতার বাজার’

শেরপুর নিউজ ডেস্ক : নিত্যপণ্যের দামের চোটে খাবি খাচ্ছেন ক্রেতা। খানিকটা স্বস্তি দিতে ঢাকা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Contact Us