সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / শুটিংয়ে ফিরছেন পরীমণি

শুটিংয়ে ফিরছেন পরীমণি

শেরপুর নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণি। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এই ওয়েবফিল্মের শুটিং হয়েছিল ৬ বছর আগে। এ বছর পরীমনি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘মা’, অপরটি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘মা’একটি প্রশংসিত সিনেমা। মুক্তিযুদ্ধের সিনেমা। এই সিনেমার জন্য সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’বাচ্চাদের জন্য।

সংসার ও সন্তানের জন্য অভিনয়ে লম্বা বিরতি দিয়েছেন পরীমনি। বিরতির শেষ কবে হবে জানতে চাইলে তিনি বলেন, এ মাসেই নতুন সিনেমার শুটিংয়ে ফিরছি। সময় হলেই জানাব।

পরীমনি আরও বলেন, মনেই হচ্ছে না যে ৬ বছর আগে শুটিং করেছিলাম। যাই হোক, নিজের কাজটি দেখেছি, ভালো লেগেছে। ‘পাফ ড্যাডি’ যারাই দেখেছেন, প্রশংসা করছেন। এটুকুই প্রাপ্তি, এটুকুই অর্জন। একটি সিনেমা বা ওয়েবফিল্ম হয় মূলত দর্শকের জন্য। তারা যখন প্রশংসা করেন, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে। সবাই যখন এই ওয়েবফিল্মের প্রশংসা করছেন, এরচেয়ে ভালো লাগার আর কী হতে পারে?

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =

Contact Us