শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ১১ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে আবুল হাসান বাবু (২৬) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) ওই মাদরাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আবুল হাসান বাবু বগুড়া সদরের তেলিহারা দক্ষিণপাড়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ্ বোডিংয়ের সহকারি আরবি শিক্ষক ও গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিদনগর চরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে ওই মাদরাসার শিক্ষক আবুল হাসান বাবু ঘুমন্ত শিশুকে বলাৎকারের চেষ্টা করলে শিশুটি জেগে উঠলে সে সেখান থেকে চলে যায়।
এ ঘটনায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন গতকাল সকালে সদর থানা একটি লিখিত অভিযোগ করলে, দুপুরে তাকে আটক করে পুলিশ।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ আরও জানান, এঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার প্রকৃয়া চলছে। রাতেই মামলা হওয়ার কথা রয়েছে।